আজও ভোর হয়
খসে পড়ে তমসা-লাজ-আবরণ,
দেখি নিশার নেশায়-
মর্দিত,  রক্তিম-রূপ অপাবরণ|


কামনার ঘোরে নড়ী-
খুঁজে ফেরে উষসী-তনু-নিরাবরণ,
কামজ-নয়ন খোঁজে-
কমনীয় তন, উন্নত-স্তন নিরাভরণ||


আজও তপ্ত দুপুরে-
সহসা ঝরে পড়ে অম্বু-বিন্দু-সুধা
ভিজে উর্বী'র কায়,
সুরভী  ছড়ায় সিক্ত-অনঘ-বসুধা |


পাগল মাতাল মন-
চায় দর্শন; সিক্তঅভিষব রম্য-রমণী,
উন্মাদ নাসা চায়-
গতর-সুবাস;বক্ষ, কুক্ষি, কিবা শ্রোণী ||


বৈকাল সমিরণ রোজ-
আসে, উপায়ন স্নিগ্ধ-সুখ-আবেষ্টন,
নিয়ে যেতে চায়-
দেহ-সৌরভ ; ছিঁড়ে ফেলে প্রাবরণ |


সবই আছে আজ -
আছে উষার রক্তিম-উষসী-রূপ শোভা,
সিক্ত উর্বী'র সুরভী,
স্নিগ্ধ-বিকেল,পাগল-পবন, সান্ধ্য শোভা |


নেই শুধু তুমি-
নেই সেই রাঙা-লাজ-বদন, কম্র-নয়ন,
প্রেম ভারে ভার-
উন্নত-বক্ষ, দেহ-সুবাস, কমনীয়-তন|


           ………শুধু তুমি নেই  ||