আজ জানতে ইচ্ছে হয়


সেদিনের সেই 'ছলনা' প্রেম-ছলনা
না কি
শুধুই ছল-ছলনা ?
যে ছলনায় ভেসেছিলো মন !


সেদিনের কাম-নয়ন শুধুই কামীন
না কি
প্রেমের কাম-নয়ন ?
যে নয়নে মজেছিলো মন |


আজ জানতে ইচ্ছে হয় -


রাতের সেই অভিকর্ষ, প্রেম-হর্ষ;
সেকি শুধু সম্ভোগ,
না কি
উন্মত্ত-প্রেম পুলক পরম অনুভব?


কামানল ছিলো না কি প্রেমের অনল
জ্বলেছিলো তন-মন
না কি
শুধুই তনের দহনে গলেছিলো মন?


আজ জানতে বড় ইচ্ছে হয় |