ক্রীড়া উদ্যান


জৈষ্ঠের তপ্ত-দুপুর বসিয়া আম্র-কানন
শান্ত বহিতেছে সুমধুর সুশীতল সমিরণ |


দুরে দেখি কচি সব খেলিতে মত্ত
সমাজ-বন্ধু সবে আপনার কাজে রত |
কেহ কেহ ঢুলিতেছে বাদ দিয়া কাম
কচি কেহ ঢিল ছুড়ে পাড়িতেছে আম |
কিশোর-বালক গাছে করিতেছে দোলাদুলি
তাহাদেরই কেহ কেহ খেলিতেছে গুলি |


কচিদের কচি-কথা যাইতেছে  বাজিয়া
বাতাসে ভাসিতেছে আম-ভাগ কাজিয়া |


দুর হতে ডাকিতেছে কাহারো বা মাতা
কেহ বা লুকাইছে দেখি আসিছে যে পিতা |


কেহ খেলা ফেলে চলে যায় তাড়াতাড়ি,
কোনোও কচি কহিছে যাবেনা সে বাড়ি |


কচিদের মনে জেগেছে আম কুড়াবার ধুম,
তারি লাগি বাদ দেবে- খাওয়া, পরা, ঘুম |