~আবার আসবো ফিরে~
মহ মনিরুজ্জামান


আবার আসবো ফিরে-
এই প্রেমময় ধরণীর প্রেম-জন ভিড়ে
আমিই সত্য, আমি জ্ঞান -আসবো ফিরে ফিরে


শোনো হে বন্ধু-স্বজন-
আমি বিদ্যা, আমি যুক্তি- সত্যের প্রিয়জন
নালী ছিঁড়ো, অনলে দাও -হবে কি সত্যের মরণ


সেদিন এসেছিনু ধরায়-
মুছে দিতে আঁখি-জল, ভাসাতে প্রেম সুখ-ধারায়
ঝুলেছিনু ক্রুশ-শূলে, নিয়েছিনু শত পাপ আপনার মাথায়!


হ্যাঁ
আমিই এসেছিনু সেদিন-
সেই আঁধার কালে যেদিন মেদিনীর দুর্দিন
জ্বলেছিনু নিজে, দিয়েছিনু আপনার আলো,-সত্য-কিরণ |


মুচেছে কি  আজ-
সেদিনের বাক - সেই আন-আল-হক্ আওয়াজ
আমিই সত্য, আমি জ্ঞান-অমর, চির সত্য, নাজ


এসেছি বারে ফিরে-
আসবো আবার ফিরে-এই ধরণীর তীরে
দেহ সব হবে শব, আসবো নব-রূপে ফের ফিরে |