~আমি ভাষা বিপ্লবী বলছি~
মহ মনিরুজ্জামান


আমি ভাষা বিপ্লবী বলছি --
হ্যাঁ.-আমিই সেদিন নেমেছিনু পথে
বাঁচানোর তাগিত--প্রাণের প্রেম-ভাষ্ |


মানিনি মায়ের স্নেহ-মানা, বুকফাটা নাদ
-যাসনে বেটা, তুই বিনে কেহ নেই আর |
বলেছিনু মায়ে-কি কথা কহিস মাগো!
মরি যদি আজ,-কাঁদবি আপনার ভাষায়
পরাণ বদলে এ কি বড় পাওয়া নয়?
না-মানিয়া বাঁধ নামিনু পথে,-মরে বাঁচাবো বাক্ |


যাওয়ায় ক্ষণে ঘুরে দেখি-আঁখি ভেজা প্রেয়সী
ঝরঝর ধারা-বহিছে সুচুম্বন কপোল বহিয়া
পাগলিনী, বেশ খুলে গেছে হায়! আর হুঁশ নেই
কিবা লাজ-যৌবন,-সোহাগ যে রণে যায়!
কহিনু সখি ও..কেন কাঁদিস পাগলিনী-প্রিয়া
জয় যদি পাই-আসিয়া ফিরে তোর কোলে-
রাখিব মাথা,-গাইবো হৃদ-ভাষে প্রেমের গান |


কাঁদিলো সখি, প্রাণে মরিলো মাতা, -নামিনু রণ
প্রাণ ঝরিলো শত..বহিলো কত স্রোত-ধারা
ফিরে পেনু বাক্, ঝরিলো সুখ-জয় ধারা |


সময় আসিলে আজ-দেখি গতরে র ঙীন পুষ্প
বীণা -গীটার বাজে ,-আর শত লম্ফ দম্ফ
শত জন নাচে গায় -সুখে সুখ নিয়ে যায়
আজ শুধু ,আমার হৃদ-ভাষ শুনিবার লোক নেই|