মৌ-লোভী
মহ মনিরুজ্জামান


মৌ-লোভী যারা মধু নিয়ে যায়
কাঁদার ছলে মূর্খ ধার্মিকে কাঁদায়
মনের ভীরুস্থলে ভয় কাঠি নেড়ে
ক্ষুধার্ত অভাগীর অন্ন খায় কেড়ে |


শত কথার জালে জড়ায় ভীরু-জনে
অধম-মূর্খ সবে ধরি আঁকড়ে পরাণে
করিনা বিচার কথার, যা বলে মানি
কৌশলে কাড়ে ধন, মৌ নেয় আলেম-গুনি |


শত মহাকথার মহা ভাব জানিনা মোরা
যেমন চাহে বোঝায়-দ্বীন আলেম যারা
বহু-জ্ঞানি জন তোলে বড় গুরু উক্তি
চাহেন যেমন বোঝান,থাক না থাক যুক্তি |


অধম সবে মোরা- শুনিয়া করি শত বিবাদ
অনাবাদী মোরা থাকি, আলেমের ঘর আবাদ
দীন ফুল শুকায় -পায়না জল, এক ফোটা কর
আয়াত বলেনা আলেম, করেনা তার প্রতিকার |


বলেনা -স্বজন-গুনী 'হও শিক্ষিত' করো বাক্যবিচার
ব ঞ্চিত থেকোনা 'গর্জে ওঠো' মোছ অবিচার
অধিকার নাও কেড়ে -আপানার কর্মের গুণে
নিজ সুখ খোঁজ, সুখী করো শত-কোটিজনে |
(আংশিক)