কবি হতে আসিনি ভাই-
      লিখে যেতে চাই-সর্বহারা সমাজ কথা
      হারাবার যার নেই,-কা ঙালী মায়ের কথা |
      একবিন্দু জীবনের আশায় কাঁদে সন্তান যার
      নিভৃতে কাঁদে মা - যার বুকভার হাহাকার |


ফিরে আসে সেদিন যদি-
       হাঁসবে যেদিন মা, -ভরবে তার বুক
       খেলবে সন্তান সুখে, মিঠা হাসবে মুখ |
       চাইবো সোনা মুখ পানে-লিখে যাবো কাব্য
       ভাসবো প্রেম-সুখ-ধারায়, শত হৃদয় ভাসাবো |


কবি হতে আসিনি আজ-
      এসেছি ভবে আজ -কহিতে হৃদের বেদনা-ব্যথা
       কা ঙালী মা আর অভাবী সন্তান বক্ষ কথা |
       বিন্দু বিন্দু ধারা প্রেম-ভাবে বিলিয়ে প্রেম-ধরায়
       হাসিমুখে, ফের ফিরে চলে যেতে চাই |