ওহে শিল্পী কবি-
         বহু হলো তোমার কাব্য আর কবিতা
         রাঙা ঠোঁট, উন্নত বক্ষ, ভারি নিতম্ব কথা


ফিরে দেখো আজ-
         দেখো বুক খুলে, বয়ছে কি হেথা
         আছে সুখ-ভাব, না কি ঘাত আর ব্যথা


চোখ খোলো, দেখো-
         পেটের আগুন খেলো সব, তন- যৌবন
          অভাবে অঙ্গার আজ, ঠাঁই পতিতা প্রাঙ্গন


দেখেছো কি তুমি-
         বেচে গেলো মা- উদর অনল ছ্যাকায়
         কেঁদেছিলো বুক, ভরেছিলো পেট, বলো কি উপায়
কোলের কচি শিশুটি-
          ধরায় এলো শুধু কি মরবার তরে
          দেখেছো কি- কচির উদর ভরে কি না ভরে


পারবে কি আজ --
        মুছে দিতে সব, দু:খ হাহাকার রব
       ভরবে মা'র বুক, সন্তান পাবে কি তার বৈভব