তুই চলে যাওয়ার পরেও
       ভোরের একমুঠো আলো রোজ খুঁজে যায়
সেই কমনীয় শোভা
                            তোর গালে খেলে যেতে চায়


আজও তোর খোঁজে
                 উদাসী দুপুরে- ফিঙে-মন ডেকে যায়
খুঁজে ফিরে তোকে,
                             এক বিন্দু জীবনের আশায়


বিকেলের সমিরণ রোজ
             আসে তোর খোঁজে, ছিঁড়ে দেয় বৃতি সব
মিলবে তোর সাথে
                            নিতে চায় তোর দেহ সৌরভ


নেমে আসে নিশুতি-রাত
            আঁখি নভ:চর নিরবে ঝরায় অঝোর ধারা
খুঁজে সেই সুবর্ণরূপ,
                          প্রেমেভরা তোর রমনীয় চেহরা