বলো প্রভু বলো - এই কি তোমার শ্রেষ্ঠ শিল্প
এদের নিয়েই এতো নাজ, আর কত শত গল্প
চুপ কেন বলো; এই তোমার ছায়ার মানব
হিংস্র, লুটেরা যার স্বার্থপর, গুনে পশু- দানব


তুমি কি দেখনা- তাদের তান্ডব, দু:সহ অত্যাচার
লুটেরা সকল লুটে খায়- নীরিহ শত'র আহার
অধিকার দেয়না পরে, সবের পরেই তাদের দাবী
বসন পাইনা শত, অনাহারী সব খাই শুধু খাবি


পাও কি শুনতে তুমি- শত'র বুকফাটা ক্রন্দন
অভাবী মা, দুস্থ পিতা, কান্না ভাসায় তোমার কানন
প্রাণ পণে খেটে -দিনান্তে জোটে খুদে চাল কণা
আর পরভোজী সকল উদর ভরে, বাজায় সুখ বাজনা


বলো প্রভু বলো - এই তোমার শ্রেষ্ঠ শিল্প
এদের নিয়েই এতো নাজ, আর কত-শত গল্প
লাজে লাল প্রভু, বলে- বানিয়ে করেছি বড় ভুল
শত দিলাম গুণ 'মানব' হলোনা কি আর করি বল