কুয়াশা আচ্ছন্ন শীতের সকাল-
   হলুদ কলিগুলো ঝরছে, মরছে অকাল মরণ
   তপন আসবে কবে, দেবে কবে প্রাণ-কিরণ
এসো হে রবি, দাও দাও একফোটা আলো, বাঁচুক নবীন
কলিগুলো বিকশিত হোক, সুবাসে সুবাসিত হবে বৈকাল সমীরণ '


   সময় হলে কলি হবে ফুল, দেবে অমৃত মধু
   বড় হতে দাও, নেবেনা কিছুই দিয়ে যাবে শুধু
কলিগুলো ফুল হোক, ছড়াবে সৌরভ,এরা অমুল্য রতন
কাননে আসবে মধুকর শত, বাতাসে ভাসবে প্রেম-সুর গুনগুন '