তুই যাওয়ার পরে
  আর আসেনি সেই সকাল, দেখিনি সেই সোনা রূপ
কেউ আর ডাকেনি আমায়, দেয়নি সেই নয়ন সুখ


আজও খুঁজি রোজ
  ফের আসুক, কোমল ওষ্ঠ-কমল ছুঁয়ে যাক কপাল আমার
  হায়! যা গেছে চলে, ফিরি ফের আসেনি কো আর


মন খারাপের দুপুরে
   উদাসী মন খুঁজেছে রোজ ; এলো বুঝি এই এলো
   হায়! হায়! আসেনি আর, কেঁদে নয়ন-সাগর ফুরালো


আজও খুঁজি তোকে
   হয়তো ভুলে গেছিস, হয়তো বা ভুলে যাওয়ার ভাণ
   আজও ভুলিনি তোকে, আছি আজও সেই প্রণয়ী-প্রাণ


তবু বলি শোন্
   সুখে ভালো থাকিস, ভুলে যাস ভুল ভেবে
আমরণক্ষণ বাঁচবো তোর সাথে, শুধু তোকে ভেবে