আমার ভরা ধরণী আজ দেখছি নয়ন ভরে
মাঝখানে আমি, দেখছি ফিরে ফিরে দুই-পারে


আহা! কি সুখ ধারা বয়ছে গো ওপারে
বিলাস কত, শত সুখ যত সবই আছে ভরে
নেয় কোনও 'না-পাওয়া' মিলেছে শত ভাগ সব
পুরছে মনের লক্ষ আশা, আছে সুখ কলরব


ফিরে দেখি এপার ধরার, দেখি সবই শূন্য
বিলাস তো শত-দুর, জোটেনা পেটের অন্ন
পাইনা দেখতে 'পাওয়া' কিছু, যত সব 'না-পাওয়া'
নেয় এর মাঝে দেখি জুটেছে লক্ষ-শত ঘাত 'পাওয়া'


ওপারের যারা ভালো আছে, হোক না শোষনের মাল
এপারের নয়নে বয়ছে শুধু লক্ষ বিন্দু নোনা-জল
এমনি চলছে ধরণী আমার, চলছে রাত আর দিন
এপারে আমরা সাতানব্বই, ওপারে ওরা তিন