তুমি বিনে কেমনে একা বাঁচবো পরাণে বাঁচবো বলো
তুমি নেয় - হবেনা আমার ভোর, জ্বলবেনা আর ভোরের সোনা-আলো
খুলবে নয়ন, পাবেনা কো আর সেই সুবর্ণ প্রভাতী রূপ
দিবাকর আসবে রোজ,হেসে ছড়াবে মধুর মিঠা আলো
তুমি নেয়, হবেনা আমার ভোর, জ্বলবেনা আমার ঘরের আলো।


তুমি বিনে জীবন আমার কেমনে জীবন হবে
ঊদাসী দুপুরে, উদাসী পাগল টারে কে হাঁক দেবে
গোসলের জল তুলে ঐ হাঁক ডাক শতবার
প্রেমে ভরা বকা বকে কে দেবে বলো দুপুরের আহার
ঊদাসী দুপুরে, উদাসী পাগল টারে আর কে হাঁক দেবে ।


তুমি বিনে বিকেল কেমনে বিকেল হবে
বিকেলের মিঠা রোদ খেলবে কোন গালে,কেমনে হাসবে
সমির আসবে ভেসে, পাবেনা কো আর ঐ কেশ- রাশি
রবেনা সেই খুনসুটি, পাবেনা খুঁজে আর সেই মিঠা-হাসি
বিকেলের মিঠা রোদ খেলবে কোন গালে, কেমনে হাসবে ।


তুমি বিনে ঘনালে আঁধার কালো হবে ঘর
তুমি নেয় সাঁঝের ঘরে, জ্বলবে বাতি তবু ঘনাবে আঁধার
সাঁঝের ঐ কমনীয় রূপ-সাজ নয়ন পাবেনা কো আর
খেলবো কার সাথে, অধর কোঠা পাবে সেই অধর
তুমি বিনে সাঁঝের ঘরে জ্বলবে বাতি তবু ঘনাবে আঁধার ।


তুমি বিনে কেমনে কাটাবো বলো এই বড় রাত
হবেনা প্রেম-কথা, নরম শরীরের ছোয়া পাবেনা কো হাত
নিশা হবে ঘন,প্রেমের নেশা আর ঘনাবেনা
খেলতে প্রেমের খেলা মাঝরাতে অপ্সরী কেহ জাগাবেনা
হবেনা প্রেম-কথা, নরম শরীরের ছোয়া পাবেনা কো হাত ।