হে! আমার স্বজন, আমার জাতি তোমরা বড় হও
ধারণ করো জ্ঞানের গুন, বিকশিত করো- বিকশিত হও
বলো জাতি… আমরা পারি এগিয়ে যেতে বিশ্ব-জয়ের
পথে
ধরতে জানি জ্ঞানের বাতি, চলতে পারি বিকাশের সাথে


হে! আমার ভাই, স্বজন আমার, বলো…বিশ্ব করবো জয়
মূর্খামী অজ্ঞানতা পদানত করবো আমরা, হবে অশিক্ষার ক্ষয়
ছুড়ে ফ্যালো পঁচা হীনতা, জ্ঞানের পথে এগিয়ে যাও
এগিয়ে চলো স্বজন আমার, বন্ধু তোমরা বড় হও