আমরা না কি এগিয়েছি, আধুনিক না কি সমাজ
এগিয়ে না কি চলেছে, আমরা না কি উন্নত আজ ।
আমি তো দেখিনা ভাই, গেলো কি আমার নয়ন ।
না কি নেশা ধরেছে আমায়, পঁচেছে আমার মন ।


ভোর হলেই দেখি -শিশু-কুল যায় দলে দলে
কেহ ইটভাটা, কেহ কলের পথে বাপের সাথে চলে ।
দেখি মজিদের মা- শহরের পথে ঘাড়ে ঐ ভিক্ষার ঝুলি
ছেঁড়া বসন গায়ে, জোটেনা পৌষের শীতে পশমী কিবা ঊলী ।
রোজ সাঁঝে দেখি-ঐ বাড়ির মেয়েটা হাতে শহরের পথে ।
সাজা গোঁজা কমনীয় শরীর-খান ফেলে গিয়ে বাবু'র হাতে ।


আজ উদর- অনল জ্বালায় শিশু বেচে তার শৈশব ।
কোথায় এগিয়েছি আমরা, কিসের এতো গুরু রব ।
যে সমাজের বুড়ি ভিখ মাঙে, তরুনী বেচে তার লাজ
কেমন আধুনিক হয়েছি আমরা, কোথায় এগিয়ে আমার সমাজ ।