কত বার ভাবি -এবার লিখি প্রেমের প্রেম কথা
মুছে ফেলি যত সব দুখ: হাহাকার, কান্না আর ব্যাথা '
কলম টা হাতে নিই, তাকাই সাদা কাগজের পানে
দেখি, অপুষ্টি ভোগা -শিশু'টি বসে কাঁদছে ওখানে '
মা' তার তুলছে কলমি শাক, শাড়ি ভেদে দেখি শায়া '
শুকনো মুখ খান লাবণ্য ছাড়া, শরীরে নেমেছে কালের ছায়া '
বাপ ফেলে গেছে , জুটিয়েছে শরীরে'র নতুন আহার '
এমনি সব ছবি ভাসে, কি হালে লিখি প্রেম-কথা আর '


ভাবি মাঝে সাঝে - ফেলে দিই উপড়ে চোখ দু'টি '
দেখবো না আর ব্যাথা হাহাকার, মিলবে হয়তো ছুটি '
মেলাই চোখে'র পাতা, অবুঝ বোকা মন শুরু করে জ্বালাতন
বলে -লিখে যা তুই , প্রেম নেয় - অপ্রেমের সময় এখন '
মন কে বলি শত বার, অপ্রেম নয় - যত দোষ তোর '
দেখে আয় যা কবিদের ঘর প্রেম ঝরঝর, সাঁঝ রাত কি বা ভোর '


হাতে কলম তুলি , লিখবো প্রেম কথা , হৃদ-কথা বাদ '
হায়রে ! কপাল পোড়া, শুনি অদুরে ভাসে অভাগীর হাহাকার নাদ্ '
মরদে গিলেছে মৃত্যু-সুধা, ব উ আনে দু-আনা নগরে বেচে কায়া '
ভে ঙেছে নেশা, চায় আরো ধারা - মাগি পিটে মরদ বেহায়া '
কি করি আর - দোষ আছে যার ললাটের রেখা'য়
কেমনে হয় সে প্রেম-কবি. কেমনে প্রেম লেখা হয় '


ভাবি বসে একা -কোন গুণে কবি-কুল পারে প্রেম লেখা '
হয়না আমার, হায়রে আমার মন, হায়রে ইন্দ্রিয়, হায়রে কপালের রেখা '


কবি দের মনে প্রেম সুধা ঢালে, সাকী কুল দলে দলে '
কানে ভাসে সুর-প্রেম ময় মধু'র, সাকী সাজে ঋতু রাজ-ফুলে '
ব্যাথা বেদনা, হাহাকার দুখ: যত জোটে আমার আঙিনা'য়
লিখতে বসি প্রেমের কথা, -সমাজের কথা আসে কলমে'র ডগায় '