বেদনা-হীন কথা কহিব কেমনে গো বন্ধু
বেদনার সাগরে জনম , বেদনাই পেয়েছি শুধু
জনম পেয়েছিনু যেই দিন- যেই লগন ক্ষনে
কান্না নিয়ে এসেছিনু , যায়নি আজও আছে সনে
পাইনি কখনও মায়ের অমৃত -সুধা দুধু
কাঙালী মায়ের অভাবী, পেয়েছি 'না-পাওয়া' শুধু


শৈশব হারা শিশু আমি, দেখেছি বাপের শুকনো মুখ
অন্ন বসন-হীন জীবন, সাথি কান্না হাহাকার আর ভুখ
অপ্রেমের জীবন বন্ধু -প্রেম আর সোহাগ বহুদূর
ভালোবাসা প্রেম বন্ধু গো  অভাবে ভে ঙে চুর চুর


কাব্য বিনে প্রেম-ধারা কভু মিশেছে অভাব সলিলে
অভাব ,অনটন, অসাম্যে হৃদ কভু মিলেছে সুখ মিলনে
বন্ধু গো দীন আমি, কেমনে কহি কহ প্রেম-কথা
দীনের কি প্রেম জোটে , জোটে শুধু ঘাত আর ব্যাথা


কা ঙালী'র সন্তান আমি বন্ধু গো -ফিরেছি দুয়ার দুয়ার
সুখ জোটেনি কপালে, সাথি হয়েছে বঞ্চনা আর অবিচার
শত দু:খ ব্যথায় হৃদয় মরেছে ভাই, আছে দেহে পরাণ শুধু
মরা হৃদয়ে সুখের কথা কেমনে কহিব কহ বন্ধু