সময়ের কথা - আমি লিখি ভাই
বলো কবি বা অকবি , -যা মুখে আসে তা'ই
কবি না'হয় পরে হবো , আগে বলি সমাজের কথা
যে ভূমে -অন্ন বসন নেয় , আছে দুখ : ব্যাথা
যেখানে লক্ষ-শত বেকার যুব , বুক ভরা হাহাকার
হাহাকার ভরা বুকে প্রেমের কি বড়'ই দরকার
বেকার হৃদয় কাজ চায়, চায় বাঁচবার শীতল আশ্রয়
তাদের হৃদ-কথা আমি ভাই -ভালোবেসে লিখে যাই


ভোর হলে'ই দেখি - বাচ্চা'টা ঘুম ভে ঙে করে আবদার
নির্বাক বাপ , অভাবে কাঁদে মা , - কাম নেয় বাপ অভাগার
কচি শিশু বোঝেনি কিছু , চাওয়া শুধু খাওয়া তার
জানেনা , কাগজে আছে শুধু- খাদ্য তার জনম-অধিকার
এমন দেখলে ভোরে জেগে - বলো ভাই কি লিখি আর


সাঁঝের বেলা বাজারে গেলে - দেখি নেমেছে মধু রানী
সাজে সেজে -হাসি মুখে বেচতে এসেছে শরীর খানি
ছলনায় হাসি হাসে ,-বাবু'র খিদে মিটিয়ে ভরে নিজ উদর
স্বামী পেয়েছে সোমরস -গেছে নিদ্ , শিশু কাঁদে ঘরে
কেমনে প্রেম-কথা লিখি ভাই - প্রেম আছে কি বাজারে


কত রাত আধ পেট , কত রাত কাটে আহার ছাড়া
এমন সমাজের রূপ আজ , অভাগী সব কপালের মারা
উদরে জ্বললে আগুন - নিদ্ কি গো আর আসে
রাত জেগে নালিশ জানায় , নয়ন নোনা জলে ভাসে
ভুখা'র কলম-ডগায় বলো ভাই প্রেম লেখা কি আসে


সময়ের কথা - আমি লিখি ভাই
বলো কবি বা অকবি - যা মুখে আশে তা'ই
বন্ধু তোমরা -প্রেম ধরা দেখেছো যারা লেখো প্রেম-কথা
আমি লিখি - অন্ন বসন হীন অভাগী'র দুখ : হাহাকার ব্যাথা
কবি না'হয় পরে হবো , আগে লিখি সমাজের কথা