পথ শিশু আমি ভাই-পথে পথে ভ্রমি
নই সোনা নই বাবু, বাতিল পথ শিশু আমি
ধরেনি কেহ বুকের চেপে-পাইনি আদর চুম্বন
আদর-খাতির বহুদুর, জোটেনি মায়ের স্নেহ-যতন।


অনাহারী-কাঙাল আমি ঘুরেছি পথে বসন-হীন
উচ্ছিষ্ট কণা, বড়'র ছুড়ে ফেলা ঠোঙার অন্বেষণ
তবু ঝরেনি আঁখির জল, সেও বুঝেছে নিয়তি
হায়!মোছাবার কেহ নেই, কাঁদিয়ে হারায়নি জ্যোতি।


শুকনো নয়নে দেখছি ভাই-লঘু'র আয়েশ-বিলাস
দেখছি কাঙাল গুরু'র অনাহার, ভূখ আর লাশ
ঘুরেছি পথে পথে কেহ বাড়ায়নি হাত, তোলেনি কোলে
পোষ্য সেবা-দেখেছি ভাই ভুখা দাঁড়িয়ে আড়ালে।


তবু ঝরেনি আঁখির জল, কেঁদেছিলো কাঙাল পরাণ
সিক্ত হৃদয়-শুকনো নয়নে দেখেছে বিলাস-বাসন
শুকনো আঁখিতে জ্বলছে আগুন আজ-ভুখে সর্বভূক
বন্ধু চাহিও তোমরা, আমার অনলে ছার হোক শোষকের সুখ।