হায়! আমার সমাজ ভূমি
কত কাল আর দুর্বল ছোট'রে কাঁদাবি
ফেলবে কত-জল আর , কত কাল ভিজবি


পিপাসা কি মেটেনি তোর
থাম , জল ফুরালেই রক্ত ঝরবে
ভিজিস তুই সেই দিন ,যেই দিন রা ঙাবে


ফিরে ফিরে দ্যাখ তুই
পিপাসা মেটাতে তোর কত জল ঝরেছে
র ঙে রা ঙিয়ে তোকে পরাণে মরেছে


তবু মেটেনি তোর পিপাসা
থাম রাক্ষসি , থামা জলের ধারা
বাঁধ ভা ঙেনা যেন , না বয় রক্ত ফোয়ারা