সেদিন দেখিনু চলতি পথের ধারে
পডে আছে মা , শিশু কাঁদে অনাহারে
ক্ষীণকায় মা চেয়ে আছে কাঙাল নয়নে
দিতে নারে দুধ , বল ধরেনা পরাণে
ক্ষুধায় কাতর শিশু -মাঙে মায়ের দুধু
মা'র মাশ খেয়েছে 'শকুন সকলে' আছে হাড় শুধু


বেদনার স্বরে মা ডাকে -আয় বাছা ধন
বাঁধি তোকে ঘাডে.,চল খুঁজি উচ্ছিস্ট এখন
তুই অভাবে অভাবী আমার , আমি কাঙালী মা
হ'লে হ'লে বড. হ , বিচার চাহিস করিস না ক্ষমা