- মণি জুয়েল(Moni Jewel)


প্রথমে সে-ই মানুষটিকেই চিহ্নিত করা হোক,
যে তোমায় বলে দেশদ্রোহীজঙ্গী
দেখতে থাকো, দেখো, মন ভরে দেখো
নিষ্পলকে, দেখতেই থাকো...


ওর হাতের রক্ত,পিশাচ দন্ত


ওকে হাসতে দাও। দেখতেই থাকো, হাসো।


ভাসাবেই সে কেঁদে একদিন।


দেখুক নিজে তোমারচোখে
পরকলা তো পর কলা নয়,মনে রেখো
চিনে যাবেই দ্রোহ্ৎপত্তির দ্রোহ!
জাগিয়ে দাও, তুলে ধরো,নয়নাগ্নি স্ফুলিঙ্গে।


****01.06.17-ধুলিয়ান-03:00PM****