- মণি জুয়েল(Moni Jewel)


শিক্ষায় বেসরকারিকরণের বেশ রমরমা,
চতুর্দিকে দেশী বেদেশী গুনবাহী নামে অলঙ্কৃত
শিক্ষাশ্রয়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পসার বেশ
ভালোই জমে উঠেছে।
যাক গে...


কোনও নাড়া-চাড়া নেই,
তেমন মাথা ব্যথাও নেই কারো,
বলেই হয়তো কোনো দ্রোহও নেই!
কোনও টিপ্পনী নেই, স্ট্যাটাসও তেমন পড়ি নাই!
যাক গে...
ছেলেটি স্কুল যেতে যেতে থালা বাজাচ্ছিলো,
মেয়েটি জামা পেয়েছে,একজোড়া জুতো।
হাসি মুখে জ্বলজ্বল নক্ষত্রগুলো!


শুনেছি মাঝে সাঝে টাকা পয়সাও না কি পায়!


গোফুরার মেয়ে আমিনাটি পড়ছে
যদুমাছুয়ার ছেলে,স্কুলছুট আব্দুল করিম
ওদেরকেও দেখেছি বাসন হাতে স্কুলে যেতে!
যাক গে...
এ নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, আমিও না।
এসো তারচে এক্টু দেশপ্রেম দেখাই,
ও. হ্যাঁ মঞ্চের দীপ্ত বাবুর মেয়ে-
ফার্স্ট হয়েছে বসকো স্কুলে!


যাক গে...
সবই তো জানা যায় না,
বলেই হয়তো তুমি জানো না। তার স্কুল পরিচয়?
যাক হোক, দীপ্ত বাবুরা যখন মায়ের বন্দনায়,
তখন ছেলেটির বাবা নায্যমূল্যের ফাঁসিতে...


****21.06.2017-ধুলিয়ান-06:25সন্ধ্যে****


***এটি না কি কবিতা হয় নি, এমন কিছু মন্তব্য পাওয়ার পরেও এখানে প্রকাশ করলাম। কবি গুরুজন বন্ধুরা মন খুলে মতামত দিলে আমার ভাবতে সুবিধা হবে। সকল মন্তব্যই সম্মানের সাথে গ্রহন করবো ****