- মণি জুয়েল(Moni Jewel)


কে কি খাবে, আমি কি খাবো, তা বলে দেবে তুমি!
কে হে তুমি হরিদাস-পাল?
এ কি তোমার বাপের সম্পত্তি?


কে দিয়েছে তোমায়, ফরমান অধিকার!
খাওনি তো থাপ্পড়!
দেখো,উঠে গেলে হাত, ফের, ছুটে না যায় লেংটি
ভিজে না যায় ফের, গেরুয়া বস্তিদেশ!
এ কি তোমার বাপের সম্পত্তি?


না কি রাজনামা মদ্যপ ত্রেতার?
গিলে খেয়ে মাথা অনুক্রম মাদকতায়
শুরু করেছো বনের উৎসব। কল্পের সোনার হরিণ!
কষে দুই'গালে চড়
জানে বীরকর, হিঁচড়ে ইঙ্ক্যুবাস ভাঙাতে।


জাগো, জেগে যাওয়ার আগেই
তা নয়লে,লাথ, চড়, থাপ্পড়ে
খসে গেলে ত্রিশেক রক্ত চোয়ালে ফোকলা কাঁদবে!


****30.05.17-ধুলিয়ান- 01:00AM*****