- মণি জুয়েল(Moni Jewel)


মানবতার মিছিলের সারে সারে চ্যাঁচানো
মুষ্টিবদ্ধ শরীরগুলোর
গলার ফুলে ওঠা শিরাগুলো
দেখে মনে হতেই পারে ওরা হয়তো মানুষ।


মনে হলেই সব হয়ে যায় এমন তো না!
অথবা
দেখলে'ই যে সব দেখা যায় তাও না।
যেমন বুদ্বুদ আছে আবার নেই ও!
তবু
ওমন বুদ্বুদে রামধনু মানায় ভালো
এঁকে দিয়ে যায় স্বপ্ন মন প্রাণ মননে।
যদিও
মনে হলেই সব হয়ে যায় এমন তো না!


দেখে মনে হতেই পারে ওরা হয়তো মানুষ।
রক্তবিন্দু কতজনই বা জানে!
মুষ্টিবদ্ধ শরীরগুলোর
প্রতিটি বিন্দুর বিন্দুতে আজন্ম বিষান্ধতা।


***14.07.17-Dhuliyan-02:40PM***