- মণি জুয়েল(Moni Jewel)


মিষ্টি-বাতাস'টা কোনদিক থেকে আসছে
তা ঠিক বোঝা যাচ্ছে না
চেষ্টাও করছি না, শুধুই অনুভব করছি।
করছি তাও ঠিক না,
হয়েই যাচ্ছে স্বাভাবিক ভাবে।
জানালার পাশে নারকেল পাতাগুলো
দুরে ওই বাগানের বাঁশপাতাগুলো
বেশ দুলে যাচ্ছে...
ঠিক যেন মাঝবয়সী দম্পতি!


হয়তো তরঙ্গ নেই, নদীর স্নিগ্ধতা তবু...


পড়শি-বাড়ির রান্নার-সুবাস
বেশ খেলে যাচ্ছে
খিদে জাগিয়ে। বৌটির স্নান ভেজা
শরীর, তার পিনাগ্র ছুঁয়ে আসা বাতাস
অনুভূতি দিয়ে যাচ্ছে শরৎএর!
করছি কিছু'ই তা না-
হয়ে যাচ্ছে সব, স্বাভাবিক নিয়ম মেনে!
ভেসে যাচ্ছে সু-শুভ্র মেঘ-
নীল-স্বপ্নে কিশোরের মৈথুন বীর্যের মতো!


***07.08.2017-ধুলিয়ান-12:55PM***