- মণি জুয়েল(Moni Jewel)


কচি ভুট্টার পাতাগুলো আজকাল
বেশি করে দেখি
আগে কিন্তু এতোটা দেখতে পেতাম না!
যদিও ওরা প্রতি বছরই...
সব দেখতে পাওয়াগুলোও মনেহয় সবসময়
হয়ে ওঠে না!


ওদের সে ছন্দময় দোল এখন খুব বেশী দেখি,
দেখি বাতাসের ছোঁয়ায় এলিয়ে পড়া,
মুখ লুকানো আলতোহাসি
আহা...
কতদিন এ রূপ দেখা হয় নি!
উষ্ণনিঃশ্বাসে কতদিন গলে যেতে,
এলিয়ে পড়তে দেখিনি!


বৃষ্টির জমে থাকা বিন্দু
আদুরে ডাকছে যেন, ভালোবেসে
ভেজা-শরীরি ও সোঁদা গন্ধে!
আহা...
কতদিন শোকা হয় নি যোনি,
কামনার তৃষ্ণায় ফেটে যাচ্ছে এ বুক,
যদি ফের একবার ভিজেয়ে সবুজ করে দিতে!


তৃষ্ণার্ত দুপুরে-
চাতকটা ডেকে গেছে নিমপাতার ডালে বসে
শুধু একফোটা বৃষ্টির জন্যে!
ওহ্হো সে যদি জানতো, সজীবতা চিনতো
হয়তো আর তবে
চাইতো না আর্তদুপুরের একফোঁটা!
****25.04.17-Dhuliyan-01:40AM****