- মণি জুয়েল(Moni Jewel)


তুমি যখন স্নান সেরে পাশ দিয়ে হেঁটে চলে যাও
ভেজা শরীরের গন্ধে চোখ মুদে আসে
ফেঁপে ওঠে নাকের পাটা।


মন চায় কবিতাগুলোকে ছিঁড়ি, ছড়াতে থাকি
পাপড়ির মতো,
উড়িয়ে দিই সুরেদের বাতাসে।
সেই বাতাসে ভেসে, প্রেমেরা এসে হেসে
বলে যাক তুমিই কাব্য, কথা কবিতা।


মেখে নিয়ে প্রেমের আদর স্নিগ্ধতারা
ডেকে নিক আমায় তরঙ্গায়িত ও বাঁকে!
ভাসতে দিক কাব্যময় সুগন্ধে,
স্নিগ্ধ উত্তাপে।
কাঁপা কাঁপা হৃদয় পেয়ে যাক ঠিকানা শ্বাশত!


দেবে আমায় পৌঁছে যেতে,
নদী যেমন বেয়ে গিয়ে মিশে যায় শেষে?
ফেলে দিয়ে জীবন, হারিয়ে পেতে চাই আমাকে!


****13.06.2017-ধুলিয়ান-02:45দুপুর****