- মণি জুয়েল(Moni Jewel)


সত্তর বছর আগের আবেগী রক্তগুলো এখন'ও ঠিক-
মতো শুকোয় নি
আঁচড় লেগেই আছে। দেখা যায় একটু এগোলেই
আর একটু পিছোলেও।
রাস্তার মোড়ে মোড়ে, পথের ওই মুর্তিগুলোতে!


তারপরও কি থেমে গেছে!
না...
অবিরাম রক্তের ফিনকি অব্যাহত...
হাজার জীব্ন্মৃত্যুর সাক্ষি এ যোনি এখনো শ্রান্ত হয় নি।


আর কত কত জীবনের গমনাগমন হলে তবে?
ভিজে ভিজে আর কত গ্লান হলে দু'চোখ তবে?


জীবনের কথা মনে পড়ে গেলেই আমি ভয় পেয়ে যাই!
ত্রস্ত হতে থাকে জীবন, মৃত্যুর ভয়ে!  
নাঃ
এ জীবন, ভাবতে পারি না!


বলতে পারো,জীবন না নিয়ে,দিয়েছে জীবন?
মৃত্যুহীন প্রাণের জন্ম!
ও... স্বাধীনতা, কত রক্ত আর খেলে তবে থাকবে?
চির থেকেই যাবে?
পরাধীনতার আঁশটেগন্ধে পরাধীন আমার মৃত্যু কবে?


****25.05.17-ধুলিয়ান-01:00PM*****


এই লেখাটির আরেকটি নাম দিয়েছি:- যদি আমার মৃত্যুতে