পড়শি বউগুলো নারিকেল তেল হাতে এখন
আর দাঁড়িয়ে থাকে না,
বহুদিন শুনি নি তপ্ত দুপুরে পুকুরের সাঁতার
হুল্লোড় ঝোপ ঝাপ
দল বেঁধে কিশোরদল এখন ঘোরে না


আলো-ঘেরা মেঠো ছায়াপথে!


থেমে গেছে ঝরা কাঁঠালপাতার খসখস শব্দ
ওই পাঁশ'পাতাগুলো যদিও...
তবুও কিসের অভাব যেন! অসীম শূন্যতার
সীমাহীন এক প্রতিক্ষা...
ওই কঞ্চিগুলোই একদিন কেঁদেছিলো


আর কিশোর তীরধনুক খেলতে!


পুরোনো সাইকেল চাকা হাতে সেই বাল্যকুল
হয়ত এখনো বিস্ময়চক্রে
ঘুরে চলেছে, ঘুরিয়ে চলেছে কোনো প্রান্তে
কিন্তু আমার বাংলা?
আমিই খুঁজে পাই না!এগিয়েই চলেছে-


যন্ত্র, যন্ত্রের গতিতে, পথে পথে....


****10.04.17-ধুলিয়ান-02:50পিএম****