- মণি জুয়েল(Moni Jewel)


তোমাকে যে লোকগুলো কবি মেনে নিতে পারে না
তুমি ধরেই নিতে পারো তারা কবি নয় মোটেও
বড়জোর বলা যেতে পারে তাকে
সম্মোহিত পঙ্গু,
বৈকল্যগ্রাহী তারা স্রোতের অভিমুখে ভেসে।
অথবা
ওরা নিশ্চয় কোনও গোষ্ঠির তলপেটু,
ঘোরে নাভির চারপাশে।
ওদেরই অনেককে বড়জোর ভনভনে মাছি
বলা যেতে পারে
কখনও মধু আর কখনও সখনও...


তালি পেতে নিশ্চয়, সমস্যাও নেই,
তা দেখতে পাও।
নিশ্চয় তালুতালির শব্দে ভনভনি কমে না!
বাড়েই, বাড়তেই থাকে!
মনে রেখো প্রিয়ে, কবিতা হুল্লোড় নয়,
শোরগোল!
মনের মনের অদমনীয় এক চুপ শোরগোল,
নব্য-উন্মোচনে।
সৃষ্টি নতুনকেই বলা যেতে পারে।
যা সহজগ্রাহ্য না। আর এ' নতুন নয় মোটেও
আঁচড়বিহীন স্বীকৃতির তুমি কবি হতেই পারো না।


****08.07.2017-ধুলিয়ান-01:00AM****