- মণি জুয়েল(Moni Jewel)


ভয় পেলে চলবে না,বলতে হবে, বলতেই হবে।
ঠোঁকা মেরে কত পাকা আম নিয়ে গেছে দাঁড় কাক,
তারও আগে প্রদাহে পুড়ে গেছে ঝরে গেছে কত মুকুল!
রসাল তবু
জীবনী দিয়ে যায়, জীবন দিয়ে!
এসে যায় দল বেঁধে মৌমাছি মাছি গন্ধে গন্ধে!


রক্ত তো ঝরবেই, তাই বলে...!


চেযেভস্কি কি একটা যেন বলতে চেয়েছিলো,
অন্ধ এক লাল কাক ভুল করেনি ঠোঁকা মেরে ঝরাতে!
অনেকেই জানে লোহার মানুষ, তাকে।
লৌহ তো বটেই, হয়তো 'মানব?
/
আরও শোনো মাহমুদ দারবেশ
মনে করো রক্তবিস্ফোর প্যালেস্টাইন!
ভেসেছে তবু অগ্নির কথারা বিপ্লবের বাতাসে আকশে!
ভয় পেলে চলবে না, তোমাকে বলতেই হবে।


রক্ত তো ঝরবেই, তাই বলে...?


ফিরে গিয়ে দেখো, থেমে, বসে থেকে দেখো-
তোমার বুকের আমার বুকের
বিক্ষত ক্ষত!
বড়জোর জেলে পুরে দেবে, আর হয়তো বা ফাঁসিকাঠ!
জিভ ছিঁড়ে পিশাচের, দেখাতেই হবে সভ্যতার রক্ত।
ভ্রুণের জন্ম দিতে, তোমায়, রক্ত ঢালতেই হবে।


****06.06.17 - Dhuliyan - 12:05PM****