- মণি জুয়েল (Moni Jewel)


উষ্ণতার দুপুরগুলো আজকাল কেমনই যেন


থেমে গেছে যেন পৃথিবী এখন
এলোমেলো মনে পাখিগুলো বিদ্যুৎতারে।
কোথায় যেন একটা তৃষ্ণা!


হেল'দোল নেই পাতা'দের
খা খা বিস্তৃত মাঠ,  আচ্ছন্ন কোন নেশায়!
উদাস মনে থেমে আছে পৃথিবী


টিফিন আওয়ারে কিশোরীদল
শুষ্কমুখে মুকুল ঝরে থাকা আম'বাগানে-
বসে আছে, কোন পিপাসায়,


জমেছে ঘাম নাকের ডগায়!
দুরে মাঝবয়সী মহিলা ব্যস্ত তখন তারই
মেলে দিতে স্নান-ভেজা শাড়ি


কপালের ভাঁজে ঠিক'ই জেগে আছে পিপাসা!
×××31.03.17 - ধুলিয়ান -01:15 দুপুর×××


আজ 2018.03.31 দুপুর 1:15 তে সামান্য এডিটের পরে----


"উষ্ণতার দুপুরগুলো আজকাল কেমনই যেন


থেমে গেছে যেন পৃথিবী এখন
এলোমেলো মনে পাখিগুলো বিদ্যুৎতারে
কোথায় যেন একটা তৃষ্ণা!


হেল'দোল নেই পাতা'দের
খা খা বিস্তৃত মাঠ, আচ্ছন্ন কোন নেশায়!
উদাস মনে থেমে আছে পৃথিবী।


টিফিন আওয়ারে কিশোরীদল
শুষ্কমুখে মুকুল ঝরে থাকা আম'বাগানে-
বসে আছে, কোন পিপাসায়,


জমেছে ঘাম নাকের ডগায়!
দুরে তখন মহিলা মাঝবয়সী ব্যস্ত তারই
মেলে দিতে স্নান-ভেজা শাড়ি


কপালের ভাঁজে ঠিক'ই জেগে আছে পিপাসা!"