ধরব মাছ আর ছুব না জল,
করলে এমন চাষ।
হাটে হাড়ি  ভাঙবে  চাষীর,
মাথায় পরবে বাজ।
নিয়ম মেনে চাষের কাজে,
করলে সে কাজ শুরু
মৎস্য চাষে ফলবে সোনা,
বলছে অনেক গুরু।
প্যাকেজ আছে ডজন খানেক,
যার যা লাগে নিয়ে।
নিকটস্থ অফিসে গিয়ে,
নতুন কথা পিয়ে।
কার্প মিশ্র আর কার্প নার্সারী,
কৈ মাগুর আর শিং।
পাঙাস আর মনোসেক্স আছে,
বাজায় চাষের বীন।
কে নিবে আয় চাষের প্যাকেজ,
এই আছে হাত ভরা।
চাষ করিলেই মাছ পাবে ভাই,
দিবে টাকায় ধরা।
আসুন সবাই নিয়ম মেনে,
করি মাছের চাষ।
লোকের কথায় কান না দিয়ে,
অভাব করি হ্রাস।