স্বাধীনতার কাঁথা, এক রং এ নয় আঁকা।
যার বিজয় গাথা রক্ত দিয়ে মাখা।
সবুজ মাঠের বুকে,  স্বাধীনতার শুকে।
ধামাল ছেলের জীবন বাজী রাখা।
যুদ্ধে মোরা নেমেছিলাম, যারা করল আত্ম দান।
তাদের সৃত্মি গাথব সবার প্রাণে।
শহীদ দিবস এলেই, প্রভাত ফেরি চলেই,
কাটায় সেদিন বীর শহীদের গানে।
কত জননীর কূলে, ফিরে নি যে তার ছেলে।
দাওয়ায় বসে বিজয়ের মালা গাথে।
অশ্রুতে নয় ভেসে, বিজয়ের উল্লাসে,
খুঁজে পায় তারে ধান সবুজের মাঠে।
কত বোন খুজে ভাই, ভাবনায় দিন যায়,
কবে পাবে তার দেখা।
কত শুকেতে যে আমি, বয়ে যায় এত গ্লানি।
মুছে যায় হাত রেখা।
ঐ দেখ শুনা যায়, পাহাড়ের সীমানায়,
জয় জয় বলে বঙ্গ।
পেয়েছি যে স্বাধীনতা, জন্মভুমি মাতা।
সব হানাহানি বন্ধ।
লালে আর সবুজে, উড়ছে যে বাতাসে,
শত্রু হয়েছে শেষ।
সব মানুষের আশা, চায় বাংলা ভাষা।
সুন্দর একটা চায় বাংলাদেশ।
নয়রে সাদা, নয় কো কালো,
লাল সবুজের বীন।
বীর বাঙালীর রক্ত রাশি,
ফুটায় স্বাধীনতার হাঁসি।
মোদের জীবন করে দিল রঙিন।