সব শেষ তাই, না গো বাবা,
হালের বলদ, চাষের জমি,
গোলা ভরা ধান,  আরও কত কি,
এই এসবেরা মরে গেছে সব,
বাকিরাও হয়ে গেছে একা।
গেয়ো রাজনীতি, উদাসীনতা,
দিন ভর জোয়া,রাত ভর ঘুম,
বিষাদের গান।
থেমে গেছে কবে যে ওরা।
এখন তো যেতে হবে ঢাকা,।
পুকুর টা ছিল, তাও বেচে দিলে,
ভিটেটাও পায়নি রেহায়,
ছিল অবদান মান সম্মান,
দিয়ে যায় শুধু দিক্কার।
ফিরবে না তারা, কভু ডাকলেও,
কর যদি বুক ফাটা চিৎকার।
আমার যা ছিল ধুলি হয়ে গেল,
স্বাদ ভর জাগেনা মনে,
ধানরসবুজের গ্রামটির লাগি,
স্বপ্নের ভিভোর এই দুটি চোখ,
সেই সুখ প্রানে আর সইল না।
সৃত্মির মিনার কাঁদে না কো আর,
সময় তো এসে গেছে বাবা।
চাষ বাস ছিল সবই বেচে দিলে,
ঐ দেখ চেয়ে, রেখেছ যা দিয়ে,
ডেকেছে তোমারে  ঐ ব্যাথারা পাহাড়।
সব ছেড়ে যেতে হবে ঢাকা।
কেঁদো না গো বোন, মোরা নিদারুন,
মিতালির সুর আর বাজবে না।
পাখিদের কলতান শুনবনা কভু আর,
সব শেষে তোমাকে জানাই,
মোর মন গৃহ কোনে,বাজাবে যে রাতে দিনে,
স্বপ্নের ভিবোর ব্যথায়।
তোমাদের এই সৃত্মি, বাজাবে বিশাদ গিতি
প্রাসাদে  ঘের ঐ, সুধুর ঢাকায়।