মোর গৃহখানি নড়বড় করে,
বর্ষায় ঝড়ে জল।
ধারা পরিবার উপুস রয়েছে,
আখি করে ছল ছল।
মনের কত না সাদ মরে গেছে,
জুটেনি ক্ষুদার অন্য।
লোকারণে নাহি শুনে কোন কথা
বেচে আছি নগণ্য।
কত না বলা ভাষা ফুটে ওঠে,
নিত্য বদন পানে।
বেদনা এসেও ফিরে চলে যায়,
সইতে পারে না প্রাণে।
দিবা নিশি দেখি আধারে কালো,
ডোবায়ে রেখেছে তলে।
কত নদী সম আশার পাহাড়,
ভাসায়ে কথার জলে।
কি যে বেদনার কথা গুলো তাহা,
মনেতে ব্যাথারা মালা।
কেউ তো দেখে না কে যেন এদের,
অন্তর করে কালা।