এক  জিবি  ইন্টারনেট,
আর তোমার  যৌবন  ভরা  দেহ।
বাধা নেই  পুলক  জেগেছে  মনে,
কে ফিরাবে  তোমায়,
যা খুশি করে ফেলেছ, দেখেনি তো
  কেউ।
নষ্ট করেছ আয়ু,  কিংবা  জীবন  বায়ু।
মনে দাগ কেটে গেছে কত বার,
কিংবা  শিহরন  জেগেছে  ক্ষণে।
পরক্ষনেই মনে পরে  গেছে  কি  হারালে,
এক জিবি ইন্টার নেট,
মনে হচ্ছে খুব  দামি।
ফেসবুকে থেকে থেকে  ভুলে গেছ,
কখন যে রাত কবে  হয়  দিন।
দেখনি চোখের জল শুকিয়ে গেছে,
নাওনি  তার  খবর।
তোমি নেশাগ্রস্তের  মত  মত্ত থাক,
সাইবার যগতে  সারাক্ষন।
বুঝনি চলে গেল সোনা ফলা দিন,
সামনে নামবে শেষে আধার।
দেখবে অন্ধকার, চার পাশ ভরা,
এক জিবি নেটের  অপব্যবহার।
শুকিয়ে থাকা শীর্ন দেহ,
অবশেষে দিবে  তোমাকে উপহার।
কাঙালের মত হবে তোমার সে ক্ষণ,
বেদনারা  সাথী হবে, দূরে প্রিয়জন।
সবশেষে  অনুসূচনা,
ভুল  ভাঙা  মন  নিয়ে।
কোন দিন জেগে যেতে চাইবে,
অস্ত  যাওয়া  সূর্য্যের  মতন।
আর চারপাশে পরে  থাকা,
এক  জিবি  ইন্টারনেটের
কতনা দৃশ্য চোখে পরবে।
,,,,,,,,,,,,,, বহু অন্ধকার।