যত ভুল সুধরে নেবার,
এই তো সময়।
গোপনে রাখি যে ভুল,
করি না আর কোন ভয়।
যে ভুলের ভোঝা হবে পাহাড় সম।
বহিতে হইবে নিজের কাধেই মম।
গোপনে কি করেছ বেভেছ কদিন তুমি,
চাষ করেছ ভুল নাঙলে,
শুধুই যে পরের ভুমি।
যে ঋনের নাও নি খবর,
সুধিবে কবে শুনি।
নিজে যা পাওয়ার তা,
না পাইলে পরে,
অভিযোগ রাখছ গুনি।
কত যে পাওয়ার ছিল,
জীবনে পাওনি বলে,
ভেবেছ কদিন কবে?
দেবার যা কি বা দিলে।
আঘাতের একটু ব্যথা সইনা প্রাণে,
সুখেতে ওঠছ নেচে নতুন গানে,
এ কেমন তোমার ছলা,
জীবনে আনলে তুমি,
দাওনা ছেড়ে না পেলে তা
নাই যে ক্ষতি,
নাই, না হয় কিছু নাই বা পেলে।