কেউ দিল না একটু ভালবাসা।
কিংবা  একটু  প্রেম।
যারে  হারায় বাহির  পানে,
গৃহে কেমনে করি ধ্যান।
খুব সন্যাসী হয় কল্পনাতে  বসে,
হাড়ানো প্রেম আসলে কভু ফিরে।
আর চাই না কিছুই যেন,
সব  পাওয়ারা  ফিরবে  সুখে নীরে।
কেউ বলছে কিছু,
কিংবা চাইছে বাকা চোখে।
দেখবনা চোখ মেলে।
হারিয়ে যাওয়া রত্ন  কুলে  তোলে,
হাসির তানে  ফিরব  খেলে  খেলে।
অন্ধকারে প্রভাত পাব ফিরে,
দূর আকাশে ফুটে থাকা  তারা।
সে সুখ পাব হাতের  মুঠুই   পুরে,
যে সুখ বিনে প্রেমের  বনে   ঘুরা,
তারেই কেন লাগবে আমার ধরা।'