ওরে মন শান্ত হও,
ভুলে যাও প্রিয়জন।
চোখের ভাষাতে ঠুটের হাসিতে,
যারা কাছে ডাকে সারাক্ষণ।
যারে পেয়েছিলে দিবসের তরে,
রাতের তিমিরে নাই।
সুখের বেলাতে পেয়েছিলে কাছে,
দুখে দেয়নি যে ঠাই।
খুব কাছে পেয়ে ছোট্ট খোকারে,
দিয়ছে সুখের হাসি।
সেই বলে গেল বুড়ু ঘোর খোরে,
সেই যে বানাল দাসি।
তাই বলি মন চেওনা যে প্রেম,
চেওনা সে ভালবাসা।
যে তোমারে সদা যন্তনা দিবে,
ভুলে থাক তোমি সদা।
তুমি ছাড়া আর কে আছে তোমার,
একাকী এই জীবনে।
স্বয়নে স্বপনে একা একা তোমি,
কেউ তোমারে না চিনে।
একলা আসা,একলা যাওয়া।
শুধুকরি মোরা ভয়।
আর মধ্য খানের সময়টুকু,
মিলে থাকার অভিনয়।