ও সোনার  কিশোর,  সোনার  ছেলে।
কে বিষ ডুকাল, তোদের  দলে।(২বার)
তোদের ভাংছে  মানবতা,
তোদের  নামছে যে  হীনতা।(২বার)
মন্দ  ভাষায় এখন তোরা,
গেয়ে বেড়াস গান।
কিন্তুু  তোরা  জানিস  নারে,
তোদের হাতেই  রইছে  পরে (২বার)।


এই  পৃথীবির  প্রাণ, এই পৃথীবির  প্রাণ।(৩বার,)
তোরা মানিস  না আজ  নীতির  কথা,
করে  বসিস  যখন যা তা  (২বার)
অভিশাপ  বর্ষাবে  তাই,  তোদের  পরে,
তাদের দিয়ে।