কেমন করে বলতে বল,
সংসার আমার কেমন চলে।
নিত্য কাটে দিন রজনী।
তরল বিষের শিশি গিলে।
মন্দ কথার মালা পড়ে,
আর কত কাল চলব একা।
নাই অধিকার পাওয়ার তরে,
একটু খানি সুখের দেখা।
কেউ শুনে না জীবন গাথা,
যে যার মত নিজের খেয়াল।
বলতে গেল অনেক কথা,
মধ্যখানে পরবে দেয়াল।
না শুনিল কেউবা কথা,
একটু খানি হৃদয় দিয়ে।
থাকব একা মন্ধ না তা,
আমার সকল দুঃখ নিয়ে।
মানুষ আমি নিজের কাছে,
এ দাম টুকু না রাখিলে।
বৃথায় জীবন যাবে কেটে,
দুঃখ পাব তিলে তিলে।