তোমি এস ভাই, হাওরের পাশে,
কলমাকান্দা নাম।
গেয়ো পথে নিয়ে ঘুরিয়া ফিরাব,
জোড়াতে তোমার প্রাণ।
পাহার দেখাব,হাওর দেখাব,
চড়াব সোনার তরী।
বিলের পানিতে শাপলা দেখাব,
ফুটে অাছে সারি সারি।
দেখাব এখানে সাত শহীদের,
মাজারের পাশে নিয়ে।
নিরবে কেমন ঘুমিয়ে রয়েছে,
অকাতরে প্রাণ দিয়ে।
আরও যাব সেথা,চিংড়ির মেলা,
ভরা পূর্নীমা কালে।
সপ্ত ডিঙ্গার কাহিনী শুনাব,
গেয়ো পালা একদিলে।
কত সহজ  আর সরল মানুষে,
ভরে আছে  গ্রাম গুলো।
সবুজের ছাওয়া ধান ক্ষেত যেন,
বহু পরিচিত ছিল।
হারানো কতনা মাছের  দেখা,
মিলবে এখানে এলে।
চিতল বোয়াল,কৈ ভেদা,শোল,
নিত্য ধরেছে জেলে।
আমি খুব বেশি মুগ্ধ, আপ্লুত,
কিছু সময়ের দেখা।
ঠিক যেন এক সপনের মত,
চলে গেলে হব একা।