একুশ আমার দূর অাকাশে,
জোছনা ভরা চাঁদ।
একুশ আমার আলতা রাঙা,
বোনের দুটি হাত।
একুশ মায়ের আচল ছায়া,
শীতল পরশ মাখা।
একুশ নিয়ে মনের মাঝে,
অনেক স্বপ্ন আঁকা।
একুশ আমার ফিরে পাওয়া,
সুখ দুখের এক বাড়ি।
একুশ ভুলে আরকি আমি,
কোথাও থাকতে পারি।
একুশ মায়ের ভাষার কথা,
বীজ বুনেছি মনে।
একুশ এলেই শহীদ মিনার,
ফুল ফুটে প্রাঙ্গনে।
একুশ আমার গলার মালা।
একুশ নিয়ে লিখি।
একুশ দিয়েই একের কথা,
মায়ের ভাষা শিখি।
একুশ তোমি, মোর জীবনে,
আসবে বারে বারে।
একুশ তোমি রাঙাও জীবন,
কৃষ্ণচূড়ার  ভোরে।