আর কতকাল বাঁচার ছলে।
ভিতুর মত থাকব মরে।
কুকুর বিড়াল কেমন করে।
বুকের মাংস খাচ্ছে চরে।
জোর প্রতিবাদ কে করিবে,
কারবা এমন সাহস আছে।
কোথায় সেনা বীর বাঙালী,
সাহস নিয়ে দৌড়ে আসে।
পথের পাশে জির্ণ চালা,
ভেঙ্গে তুলে দালান কোঠা।
অত্যচারির হাতটি ভেঙ্গে
সেথায় নিষান গাড়ছে খুটা।
আর কত দিন মার খাবে বল,
খেটে খাওয়া মানুষ গুলো।
গায়ের তেনা শেলায় শত,
মুছল না হায় পায়ের ধুলো।
সুখের তরে প্রাসাদ গড়ে,
থাকছ যারা উপর তলায়।
তুমার সুখের সবই যে তার,
স্মরন রেখ ভাষন বলায়।
পেটের দায়ে হয়না যাদের,
বিনোদনের একটু ছোয়া।
তোমরা যে ভাই সময় কাটাও,
কাজের না তা শুধুই ভুয়া।
তোমরা যেদিন এদের  কথা,
বুঝবে গভীর হৃদয় দিয়ে।
দেখবে তোমার কাঙ্খিত সুখ,
একদিন এরা আসবে নিয়ে।