এই যে কটা ফুল নিয়া যান ভাই।
বাসায় আছে ছেলে পুলে,
ভাবির গলায় মানায় বলে।
এই ফুলে তো দ্বন্ধ ভেজালা নাই।
এপার থেকে ওপার চলে,
নাই দয়া কারও হৃদয় তলে।
ফুল গুলো যে কেউ নিল না হায়।
এই যে কটা ফুল নিয়া যান ভাই।
সকাল থেকে দুপুর হলো,
ওজান বেলা ভাটায় গেল,
সব কটা ফুল ঝরে গেল ঠিক তাই।
এই যে কটা ফুল নিয়া যান ভাই।
জুই, চামেলী, হাসনাহেনা,
এদের দিকে কেউ ফিরে না,
কিন্শি কেটে সবাই চলে যায়।
এই যে কটা ফুল নিয়া যান ভাই।
রোদ্ধ হলো কথার মালা,
ফুল গুলো যে কেউ নিল না
কলি জরে জরে,পরেছে নেতিয়ে,
ফুটিবে সাধ্য নাই।
এই যে কটা ফুল নিয়া যান ভাই।