ফাগুন এসে জানিয়ে দিল,
আগুন লাগা অঙ্গে।
শিমুল পারুল মাদার ফুটে,
কি অপরূপ বঙ্গে।
আম্র বনে মুকুল ভরা,
মৌমাছি দের ভির।
মধুর সুরে কুকিল ডাকে,
শালিক বানায় নীড়।
কচি ধানের চারার বুকে,
সুরুজ আলো হাসে।
জাগায়  নতুন নরম পরশ,
শিশির ভেজা ঘাসে।
কেমন যেন মনের ঘরে,
মধুর বায়ু  দোলে।
নতুন সুরে জানায় বিদায়,
শীতের নীরব কূলে।
কে যেন হায় মনের কোনে,
গানের পরশ দিয়ে।
জানায় বিদায় শিশির শীতে,
রোদের পরশ পিয়ে।
এমনি আসে হৃদয় জোড়ে,
ফাগুন দিনের গান।
ঋতু রাজের এমনি ধরন,
জোড়ায় সবার প্রাণ।
জানায় সালাম আসবে তুমি,
এমন মধুর সুরে।
মোদের জরা ব্যাথার হতে,
রাখতে সদা দূরে।
প্রাণের খাচায় সুখের সৃত্নি,
রাখব জীবন জুড়ে।
এসো বসন্ত মোদের বাড়ি,
ফুলে ফলে ডালা ভরে।