মলিন মুখ খানা,
পরনের রং ওঠা জামা,
     ঠুটের দু পাশে
  লেগে থাকা শক্তিদিয়ে
   নাফেলতে পারা থুথু।
হার ভাঙা খাটুনির কালি পরা দেহ।
     হাড্ডিসার,ক্ষুদায় কাতর।
            
     পিঠের সাথে লেগে থাকা পেট
   কে  দেখেছ কবে,খবর নিয়েছ কভ?
   এরাও তোমার মত মন ওয়লা মানুষ।
      এদের দেখা হয়না কোন স্বপ্ন,
   শুধু ক্ষুন্নিভিত্তি নিবারনে চলে গেল দিন,
     আর কত কথা শুনে গেল আজীবন,
        হে ভদ্র সমাজ এরা পায়নি কিছুই,
          তোমাদের দিয়েছে  অনেকই।